যুব উন্নয়ন কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র-টঙ্গী কলেজ গেইট শাখা

Shop No-07, 1st Floor, Tongi Pilot School Market, College Gate, Tongi, Gazipur., Gazipur, 1711
যুব উন্নয়ন কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র-টঙ্গী কলেজ গেইট শাখা যুব উন্নয়ন কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র-টঙ্গী কলেজ গেইট শাখা is one of the popular College & University located in Shop No-07, 1st Floor, Tongi Pilot School Market, College Gate, Tongi, Gazipur. ,Gazipur listed under Education in Gazipur ,

Contact Details & Working Hours

More about যুব উন্নয়ন কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র-টঙ্গী কলেজ গেইট শাখা

তথ্য ও প্রযুক্তির মাধ্যমে আত্ম কর্মসংস্থান সৃষ্টি করা এবং
ডিজিটাল বাংলাদেশ গড়া আমাদের মুল লক্ষ্য।---

যুব উন্নয়ন কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র একটি প্রযুক্তি ভিত্তিক সেবামূলক শিক্ষা প্রতিষ্ঠান। আমরা মানুষের পরিবর্তনের জন্য তৃর্ণমূল পর্যায়ে তথ্য প্রযুক্তির উপর কাজ করে যাচ্ছি। জ্ঞান অর্জনের জন্য শিক্ষার বিকল্প কিছু নেই। শিক্ষা ছাড়া মানুষের পরিবর্তন সম্ভব নয়। বিদ্যা এবং তথ্য প্রযুক্তি অসম্ভবকে সম্ভব করে দিতে পারে। তথ্য প্রযুক্তি গোটা পৃথিবীকে পরিবর্তন করে দিয়েছে যেমন- স্কুল, কলেজ, ব্যাংক, বীমা, ব্যবসা বাণিজ্য, ইন্ডাষ্ট্রি সহ তথ্য প্রযুক্তি দ্বারা পরিচালিত। সুতরাং বুঝতে হবে প্রযুক্তির এই যুগে কম্পিউটার এর গুরুত্ব কতটুকু! সমগ্র পৃথিবী এখন কম্পিউটার এর উপর নির্ভরশীল। আমরা ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে এবং বিশ্বের সাথে তাল মিলিয়ে চলার জন্য Modern Technology System প্রশিক্ষণ চালু করেছি। আমরা দ্রুত মানুষের কাছে নতুন কিছু পৌঁছে দিতে চাই। পৃথিবী যখন প্রযুক্তির দিকে এগিয়ে যাচ্ছে সেখানে আমাদের সোনার বাংলা পিছিয়ে থাকার কোন সুযোগ নেই। উন্নত দেশগুলিতে মানুষ ঘরে বসেই অনলাইনে আউটসোসিং এর মাধ্যমে লক্ষ লক্ষ টাকা উপার্জন করে যাচ্ছে। কিন্তু আমাদের দেশে তৃর্ণমূল পর্যায়ে এখনও প্রত্যাশিতভাবে কম্পিউটার শিক্ষা চালু হয়নি। তাই আমরা প্রতিটি জেলা ও থানা পর্যায়ে একটি করে আধুনিক মানের কম্পিউটার ট্রেনিং সেন্টার চালু করার উদ্যোগ গ্রহণ করেছি। যাহাতে সাধারণ মানুষ প্রশিক্ষণের পরে ঘরে বসেই কম্পিউটার মাধ্যমে অর্থ উপার্জন করতে পারে। কারণ চাকুরি করা সকলের পক্ষে সম্ভব নয়। দেশ থেকে বেকারত্ত্ব দুর করা সকলের দায়িত্ব শুধু সরকারেরই নয়, আমরা কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির মাধ্যমে দেশের মানুষের পাশে থাকতে চাই। দক্ষ জনবল সৃষ্টি করা আমাদের মূল উদ্দেশ্য। ইতিমধ্যে আমাদের প্রতিষ্ঠান থেকে প্রশিক্ষণ নিয়ে বাংলাদেশ সরকারের বিভিন্ন মন্ত্রণালয় যেমন : ১। শিক্ষা মন্ত্রণালয়, ২। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, ৩। পররাষ্ট্র মন্ত্রণালয়, ৪। স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ৫। অর্থ মন্ত্রণালয়, ৬। মন্ত্রিপরিষদ, ৭। কৃষি মন্ত্রণালয়, ৮। ধান গবেষণা ইনস্টিটিউট, ৯। ক্রীড়া ও সাংস্কৃতিক মন্ত্রণালয়, ১০। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ১১। ভূমি জরিপ অধিদপ্তর, ১২। যোগাযোগ মন্ত্রণালয়, ১৩। বুয়েট ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়সহ দেশের বেসরকারি প্রতিষ্ঠান এবং বর্হিবিশ্বে সম্মান জনক পেশায় নিয়োজিত আছেন। ইতিমধ্যে বাংলাদেশ সরকার তৃর্ণমূল পর্যায় থেকে বাধ্যতামূলক কম্পিউটার শিক্ষা চালু এবং ডিজিটাল বাংলাদেশ গড়ার পরিকল্পনা গ্রহণ করেছেন। আসুন সরকারের এই যুগান্তকারী পদক্ষেপের জন্য আমাদের সকল আঞ্চলিক পরিচালক ও ছাত্র-ছাত্রীদের পক্ষ থেকে গন প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা কে অভিনন্দন জানাই।

সেই লক্ষ্যে সরকারের পাশাপাশি কিছু বেসরকারি প্রতিষ্ঠানকে The Companies ACT XVIII OF 1994(See section-115) কোম্পানীর আইনের অনুকূলে Youth Development Computer Training Institute (ICT) সরকার কর্তৃক অনুমদিত একটি প্রতিষ্ঠান যার গভঃ রেজিস্ট্রেশন নম্বর C-112631/13। এর ভিত্তিতে আমরা দেশজুড়ে তথ্য ও প্রযুক্তির উপর গুরুত্ব আরোপ করে আসছি। ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে এবং কর্মসংস্থানের সমস্যা সমাধানের জন্য আমরা তৃণমূল পর্যায়ে আমাদের আঞ্চলিক প্রতিষ্ঠানের মাধ্যমে বাংলার ঘরে ঘরে প্রযুক্তির ছোঁয়া পৌঁছে দিতে চাই। এটাই আমাদের মূল পরিকল্পনা।

Map of যুব উন্নয়ন কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র-টঙ্গী কলেজ গেইট শাখা

OTHER PLACES NEAR যুব উন্নয়ন কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র-টঙ্গী কলেজ গেইট শাখা